আপনি কি গিটার বাজানো শিখতে চাচ্ছেন? সময় এবং পারিপার্শ্বিক ব্যস্ততার কারনে দীর্ঘদিন গিটার শিখবো শিখবো করে গিটার শেখা হয়ে উঠছে না? কিংবা গিটার শিখতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে কিন্তু আশানুরূপ কিছুই শিখতে পারছেন না? তাহলে গিটারের এই শর্ট কোর্সটি আপনার জন্য।
E Minor Guitar Academy বিগত কয়েক বছর যাবত এই ব্যতিক্রমী ও অভিনব একটি অনলাইন শর্ট গিটার কোর্সটি পরিচালনা করে আসছে । এটা মূলত গিটার শেখার একটা অনলাইন শর্ট প্যাকেজ কোর্স, যেখানে খুবই অল্প সময়ে আপনাকে গিটারের গ্রামার, থিউরি সহ যেন যে কোনো গানের সুর তোলা, রিদম বাজিয়ে গান কভার করা শিখিয়ে দেয়া হবে। আমাদের মাধ্যমে এই কোর্স টি করে অনেক শিক্ষার্থী খুব সহজেই ঘরে নসে গিটার বাজানো শিখেছে।
মনে রাখবেন শেখার কোনো বয়স নেই। এতোদিন কর্মব্যস্ততা আর দৈনন্দিন চাপের কারনে যে ইচ্ছা গুলো এখনও অপূর্ণ রয়ে গেছে সেগুলোকে পূরন করে নিতে পারেন। ছোট্ট এ জীবনে নিজের সখ আহ্লাদ গুলোকে গুরুত্ব দিয়ে নিজেকে/নিজের মন কে খুশি রাখার চেষ্টা করুন। আর মন ভাল থাকলে আপনার শরীরও ভাল থাকবে। যদি আপনার জীবনে একবারও কখনো মনে হয়ে থাকে “ইশ, যদি গিটার টা একটু শিখতে পারতাম ” কিংবা গিটার শেখার কথা, গিটারের ছয় তারের সুর মূর্ছনায় ভেসে যাওয়ার কথা, তাহলে আপনি চাইলে আপনার সেই সখ কে পূরন করে নিতে পারেন। আপনার গিটার বাজানোর সখ পূরনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, ঘরে বসে কিংবা কর্মস্থলে অবসরের ফাঁকে অনলাইন ক্লাসের (জুম) মাধ্যেমে আমাদের কাছ থেকে গিটার শিখে নিতে পারেন। অনলাইন জুমেও খুব সুন্দর গিটার শেখা যায়, শুধু দরকার একটু প্রচেষ্টা।
আমাদের রয়েছে বিগেনারদের নিয়ে বিভিন্ন শিডিউলে বিগেনার বেসিক গ্রুপ কোর্স এবং প্রাইভেট ব্যাচ কোর্স। গ্রুপ ব্যাচে আপনার মতো অনেক বিগেনার থাকবে। যারা নতুন গিটার কিনেছে কিংবা দীর্ঘ দিন ঘরের কোনে গিটার পড়ে ছিল, কিন্তু বাজানো কিংবা শেখার সুযোগ হয় নি। প্রতি টি গ্রুপ ব্যাচে গিটার ধরা থেকে শুরু করে একদম প্রথম থেকে শিখানো হবে যেখানে প্র
্যাক্টিক্যাল লেসন টাস্কের পাশাপাশি, আপনাকে মিউজিক এবং গিটারের বেসিক গ্রামার গুলো শিখিয়ে দেয়া হবে। যাতে করে আপনি সূত্রের মাধ্যমে একটি লেসন/ গান বাজাতে পারলে, সেইরকম ভাবে আরো দশটি গান নিজে নিজেই তুলে ফেলতে পারবেন।
আমাদের কাছে যারা এডমিশন নিয়েছে বা নিচ্ছে তারা প্রত্যেকেই গিটারের প্রতি অনেক ডেডিকেটেড। আপনি গ্রুপ ব্যাচে সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে গিটার শিখে ফেলবেন, আপনি নিজেও জানবেন না। আমরা চেষ্টা করি জুম ক্লাসে একটা ফ্রেন্ডলি পরিবেশ যেন বজায় থাকে এবং সবাই যেন সুন্দর এবং সহজ ভাবে গিটার টা শিখতে পারে। আমাদের গিটার শিক্ষররা সবাই প্রফেশনাল গিটারিস্ট এবং খুব ফ্রেন্ডলি। ক্লাস এবং কোর্স শেষ হবার পরেও পাবেন সার্বক্ষণিক সাপোর্ট। যে কোনো সময়, যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
আমাদের এই বিশেষ গিটার অনলাইন শর্ট কোর্সটির বিশেষত্ব হচ্ছেঃ
১. যারা গিটারে একদম নতুন অর্থাৎ বিগেনার কিন্তু খুব জলদি গিটার শিখতে চাচ্ছেন, যাদের ব্যস্ততা অনেক, হাতে সময় কম, কিন্তু শেখার তীব্র ইচ্ছা, শুধু মাত্র তাদের জন্য এই শর্ট কোর্স টি পরিচালিত হবে।
২. একটি নির্দিষ্ট অভিনব সিলেবাসের সাহায্যে খুবই অল্প সময়ে আপনাকে গিটার শিখিয়ে দেয়া হবে ।
৩. এই কোর্সে গিটারের একদম শুরু থেকে বেসিক লেভেল পর্যন্ত শিখিয়ে দেয়া হবে।যা শিখে আপনি যে কোন গানের সাথে বাজাতে পারবেন এবং যে কোন সুর গিটারে তুলতে পারবেন।
৪. এই কোর্সের প্রতিটি ক্লাসের সাথে কোর্স মেটেরিয়ালস হিসেবে লেকচার শীট, লেসন সীট, হোম টাস্ক , লেসন ভিডিও মেইলে বা হোয়াটস এপে দিয়ে দেয়া হবে।
৫. ব্যবসায়ী, চাকুরীজীবি, স্টুডেন্ট এবং বিভিন্ন কাজে ব্যস্ত মানুষের কথা চিন্তা করে সপ্তাহে একদিন সুবিধাজনক একটি বার বা সময়ে ক্লাস নেয়া হবে।
৬. প্রতি ক্লাসে অভিনব এবং প্রয়োজনীয় লেসনের পাশাপাশি ক্লাস ভিডিও এবং লেসন ভিডিও সরবরাহ করা হবে। যাতে করে শিক্ষার্থী পরবর্তীতে দেখে অনুশীলন করতে পারে।
৭. একজন শিক্ষার্থীকে প্রতিটি বিষয় ধরে ধরে শেখানো হবে এবং সেই অনুযায়ী ক্লাস নেয়া হবে এবং আদায় করা হবে।
৮. একজন শিক্ষার্থী চাইলে গ্রুপে অথবা প্রাইভেটে ক্লাস নিতে পারবে।
৯. এই কোর্সের প্রাইভেট ক্লাস নিলে শিক্ষার্থী তার সুবিধাজনক সময় এবং যে কোন সাপ্তাহিক দিনে ( বার ) ক্লাস নির্ধারণ করতে পারবে।
১০. কোর্স শেষ হয়ে যাবার পরেও, কোর্স ইন্সট্রাক্টর এর সাথে যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য সব সময় যোগাযোগ রাখতে পারবেন।
এই শর্ট কোর্সটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ-
ক্লাস মাধ্যমঃ জুম (zoom)
কোর্সের মেয়াদঃ ৩ মাস
গ্রুপ ক্লাস ডিউরেশন: দেড় থেকে দুই ঘন্টা
সরাসরি লাইভ ডিসকাশন ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাসের শেষে ফ্রী হিসেবে পাচ্ছেন কোর্স মেটেরিয়ালস (ক্লাস লেকচার/ক্লাস লেসন/ক্লাস সাপর্টিংস পিডিএফ ফাইল আকারে, লেসন ভিডিও )।
ক্লাস : সপ্তাহে ১ টি (সাধারণত একটি ক্লাসে ৭ দিনের লেসন দেয়া হয়) যা কম্পলিট করে নেক্সট ক্লাসে বসবেন।
কোর্স শেষে থাকছে ২ টি মূল্যায়ন (বোনাস) ক্লাস।
প্রাইভেট ব্যাচ শর্ট কোর্সের তথ্য, সময়সূচি ও কোর্স ফিঃ
শুধুমাত্র একজন স্টুডেন্ট এবং একজন ইন্সট্রাকটর থাকবে। ক্লাসে অন্য কোনো স্টুডেন্ট থাকবে না। এই কোর্সের মূল বিশেষত্ব হচ্ছে আপনার সুবিধাজনক সপ্তাহের যে কোনো দিনে এবং সময়ে ক্লাস নেয়ার সুবিধা পাবেন।কোনো প্রকার সময়ের/শিডিউলের সীমাবদ্ধতা থাকছে না। ক্লাস টাইম পরিবর্তন করার সুযোগ। লেসন টাস্ক কম্পলিট না হলে ক্লাস শিডিউল পরিবর্তন করার সুযোগ। কোর্সের মেয়াদ বাড়ানোর সুযোগ।
কোর্স ডিউরেশন – ৩ মাস
সম্পূর্ণ প্রাইভেট ব্যাচ কোর্স ফিঃ ৭১৪০/-
প্রতি সপ্তাহে ১ টি ক্লাস (সাধারণত একটি ক্লাসে যে পরিমান লেসন দেয়া হয় সেগুলো প্র্যাকটিস করতে এক সপ্তাহ লেগে যায়)
ক্লাস নেয়ার মাধ্যম: সরাসরি অনলাইনে জুম এপে ক্লাস পরিচালিত হবে। প্রতি ক্লাসের সময় ফ্রী হিসেবে পাচ্ছেন কোর্স মেটেরিয়ালস (ক্লাস লেকচার/ক্লাস লেসন/ক্লাস সাপর্টিংস ভিডিও এন্ড পিকচার পিডিএফ ফাইল আকারে, লেসন ভিডিও )। ক্লাসে ডিরেক্ট কনভারশেসন করতে পারবেন। ক্লাস শেষে লেসন এর রেকর্ড দেয়া হবে।
আশা করি এই কোর্স সম্পন্ন করে গিটার দিয়ে যেকোনো গান বাজাতে সক্ষম হবেন।
আমাদের বেসিক কোর্স ছাড়াও রয়েছে ইন্টারমিডিয়েট এবং এডভান্স কোর্স
সীমিত সময়ের মধ্যে গিটার শেখানো হয়ে থাকে বিধায় এই কোর্সটির জনপ্রিয়তা অত্যাধিক। এই কোর্স টি সম্পন্ন করার পর ১০০% গ্যারান্টি আপনি খুব সহজেই অল্প সময়ে গিটার বাজাতে পারবেন। কোর্স ফি , এডমিশন প্রসিডিউর এবং কোর্স শুরুর তারিখ সহ বিস্তারিত জানার জন্য আমাদের পেইজে মেসেজ করুন অথবা সরাসরি 01686771687 এই নম্বরে ফোন দিন, ধন্যবাদ।
Private Batch course fee 7000/-
Bkash charge 140/-
Total 7140/-
Bkash/ Nagad No: 01686771687 (personal)
After payment provide screenshot or last 3 digits & your full name, Age, Address /Location, personal contact number & Gmail Id to this whats app number 01686771687
Thank you